ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জের পাগলা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
শিবগঞ্জের পাগলা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে কয়েকদিনে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পার্শ্ববর্তী ইরি, বোরো ধান খেত তলিয়ে যেতে বসেছে।

জানা গেছে, গত কয়েকদিনে নদীতে প্রায় ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

অসময়ে পাগলা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় উভয় তীরে রোপনকরা ইরি, বোরে ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের এসডিই আবদুস সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান, এই সময়টাতে ফারাক্কা বাঁধের গেট খুলে বাংলাদেশে পানি সরবরাহের কথা রয়েছে। সেই হিসাবে পানি ছেড়ে দেওয়ায় পদ্মা ও পাগলা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পার্শ্ববর্তী জমিতে রোপনকৃত ইরি, বোরো ধান খেতে কিছুটা ক্ষতি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ছেড়ে দেয়া পানি প্রবাহ অব্যাহত থাকলে ধান খেতের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আমিনুজ্জামানের বাংলানিউজকে জানান, পাগলা নদীর উভয় তীরে প্রায় ১২ হাজার হেক্টর জমি ইরি, বোরো ধান রোপন করা হয়েছে। তবে পানি প্রবাহ অব্যাহত অথবা বন্ধ হলে গেলেও ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।