ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৪ জেএমবি সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
রাজধানীতে ৪ জেএমবি সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এ সময় তাদের হেফাজতে থ‍াকা ১টি ল্যাপটপ, ৬টি মোবাইল হ্যান্ডসেট বেশ কয়েকটি উগ্রবাদী বই জব্দ কর‍া হয়েছে।


 
মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৩) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জনা যায়। এর আগে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জঙ্গি সদস্যরা হলেন, হাফেজ জাফর আহম্মেদ, রাসেল আহম্মেদ রিংকু, আব্দুল্লাহ আল মঞ্জু ওরফে জাহাঙ্গীর এবং মো. রাসেল উদ্দিন।
 
ডিএমপি মিডিয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, অর্থায়নসহ বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করতেন।

সম্প্রতি ঢাকা শহরে বড় ধরনের নাশকতা সংগঠনের পরিকল্পনা করার জন্য হাতিরঝিল এলাকায় সমবেত হয়েছিল বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এনএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।