ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সন্তানের সামনে মারধর, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সন্তানের সামনে মারধর, অভিমানে গৃহবধূর আত্মহত্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে দুই মাসের ঘর ভাড়া না দিতে পারায় সন্তানদের সামনে নারগিস পারভীন (২৮) নামে এক গৃহবধূকে মারধর করেছেন বাড়ির মালিকের স্ত্রী। এতে অভিমানে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় মৃত ফকির শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত নারগিস মল্লিকপাড়া এলাকার বাস চালক ঝান্টুর স্ত্রী। রুশি ও অনিক নামে তাদের দুই সন্তান রয়েছে।

রুশি ও অনিক জানায়, সকালে বাড়ির মালিকের স্ত্রী রিজিয়া পারভীন নিজের মেয়ে ও মেয়ে জামাইকে নিয়ে তাদের ঘরে আসেন। পরে তার মাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা ভাই-বোন কিছুটা দূরে তার দাদাবাড়িতে লোকজন ডাকতে যায়। ফিরে এসে মাকে মৃত দেখতে পায়।

নারগিসের স্বামী ঝান্টু জানান, গত এক বছর ধরে মৃত ফকির শেখের বাড়িতে ভাড়া থাকছেন তিনি। কাজ না থাকায় দুই মাসের ঘর ভাড়া বাকি ছিল। কয়েক দিনের মধ্যেই তা পরিশোধ করার কথা ছিল তার।

মঙ্গলবার ভোরে তিনি কাজে কুষ্টিয়া যান। সকালে বাড়ি মালিকের স্ত্রী মেয়ে ও মেয়ে জামাইকে নিয়ে এসে  নারগিসকে বেদম মারধর করে বাড়ি ছেড়ে দিতে বলেন। এতে অভিমানে ঘরে এসে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিতে আত্মহত্যা করেন নারগিস।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।