ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া শহরের কালুবালা দক্ষিণপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কালুবালা দক্ষিণপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া স্টিল আয়রন ইঞ্জিনিয়ারিং শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজি জুয়েল।

ক্রীড়া প্রতিযোগিতাটির আয়োজন করে দক্ষিণপাড়া যুব সমাজ নামে একটি সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাষা আন্দোলনের সফলতা বাঙালি জাতিকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলো। ভাষা আন্দোলনের সফলতার পথ ধরে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। সেই স্বাধীনতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জন করেছি আমরা। ভাষার জন্য রক্তদান, প্রাণের উৎসর্গের ইতিহাস বিশ্বের কোথাও নেই। তাই একুশ জাতীয় জীবনে এক অনন্ত প্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজিব, রোমান শেখ, সাজ্জাদ আলম পারভেজ, ছাত্রলীগ নেতা সজিব কুমার সাহা, আহসানুল হক রেজা, রোকনুজ্জামান রোকন, ব্যবসায়ী মোস্তাকিন সরদার ইমরান, রানা শেখ, শাহীন শেখ, জনি মন্ডল, রুহুল আমিন বাকী, আইজুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।