টাঙ্গাইল: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতায় হতে হবে বিশ্বমানের। আর এ উদ্যোগটি স্কুল পর্যায় থেকে শুরু করতে হবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের (মাধ্যমিক বিদ্যালয়) শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, স্কুলগুলো পরিচালিত হয় জনগণের অর্থে। আমরা এখন একবিংশ শতাব্দীতে বাস করছি। বিশ্ব এখন পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, যুগের ধ্যান-ধারণা ও শিক্ষাদান পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। তাই শিক্ষক ও শিক্ষার্থীদেরও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত। সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমেই উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রয়াস চালাতে হবে।
শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা। আর আপনারা তার মহান কারিগর। আমার বিশ্বাস ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে আপনারা জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে দেশ ও জনগণের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। এখানে পড়ালেখা করে আমাদের সন্তানরা। তাই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম বজায় রাখার দায়িত্ব আমাদের সবার।
রাষ্ট্রপ্রতি আরো বলেন, ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন শত বছরের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান। শতাব্দীকাল ধরে এ প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার দ্যুতি ছড়িয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান ফারুক।
এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল।
এরআগে দুপুর দেড়টায় রাষ্ট্রপতি ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার ধনবাড়ী কলেজ মাঠে অস্থায়ীভাবে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে।
সেখান থেকে গাড়িতে করে তাদের নবাব প্যালেসে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি নবাব প্যালেসে দুপুরের খাবার শেষে বিশ্রাম নেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর/
** ‘উন্নয়নযুদ্ধে জয়ের জন্যই কৃষি ও কৃষকের উন্নয়ন অপরিহার্য’
** ধনবাড়ী পৌঁছেছেন রাষ্ট্রপতি
** বাকৃবি’র সমাবর্তন মঞ্চে রাষ্ট্রপতি