নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার ফতেপুর এলাকায় ট্রাক্টর উল্টে মুকুল হোসেন (২৭) নামে চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে শালবাড়ি থেকে একটি ট্রাক্টর মান্দা ফেরিঘাট যাচ্ছিলো। এ সময় মান্দাগামী একটি ইজি বাইককে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মুকুল ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মুকুলের মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত ট্রাক্টর উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ