গোপালগঞ্জ: গোপালগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ।
তিনি বলেন, প্রত্যেকেরই টেন্ডার, ক্রয়-বিক্রয়সহ সব ধরণের তথ্য জানার অধিকার রয়েছে। দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয় এমন কয়েকটি আইন বাদে দেশের ১৬ কোটি মানুষেরই প্রয়োজনীয় তথ্য জানার অধিকার রয়েছে। এ বিষয় জনগণকে জানাতে তখ্য কমিশন কাজ করছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, তথ্য কমিশনের উপ পরিচালক ড. মো. আব্দুল হাকিম, প্রধান তথ্য কর্মকর্তার ব্যক্তিগত সহকারী-২ আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজবিরুল হুদা বাবু, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, শিক্ষিকা তাহমিনা বেগম প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়নের সদস্য ও সচিব, শিক্ষক এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর