বান্দরবান: জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন-বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ প্রমুখ।
পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা ও জনগণের অংশীদার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
মেলায় জেলার সরকারি-বেসরকারি ২৫টি প্রতিষ্ঠান নিজেদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠান হবে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআই