ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে দুই ইউপির নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
টেকনাফে দুই ইউপির নির্বাচন স্থগিত

কক্সবাজার: সীমানা বিরোধের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নির্বাচন ২ মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও একেএম শহীদুল হক এই আদেশ দিয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়নের সিরাজ মিয়া নামের এক ব্যক্তির আবেদনের পরিপেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নিয়াজ মোরশেদ বাংলানিউজকে জানান হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের রোজার ঘোনা গ্রামের সিমানা নিয়ে র্দীঘদিন ধরে জটিলতা রয়েছে। তা নিরসনের জন্য  বিভিন্ন কাজও শুরু হয়েছে।

এই সব বিবেচনায় আদালত হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নির্বাচন ২ মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

হ্নীলা ও হোয়াইক্যং সহ প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২২ মার্চ টেকনাফের মোট ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিলো।

হাইকোর্টের নির্দেশের ফলে ২২ মার্চ এই ২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবেনা।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা বাংলানিউজকে জানান, আমি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। উচ্চ আদালতের আদেশ হাতে পেলে ব্যবস্থা নেব

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।