ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ঝালকাঠিতে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন মাহফুজ আনাম

বরিশাল: ঝালকাঠিতে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সমনে ৩১ মার্চ তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জায়েদ আহমেদ এ সমন জারি করেন। মামলার বাদী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) থেকে পাঠানো তথ্য যাচাই বাছাই না করেই ডেইলি স্টারে সংবাদ প্রকাশ করা হয় বলে স্বীকার করেন মাহফুজ আনাম। এ ঘটনায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আদালতে পাঁচ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।