ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পহেলা বৈশাখ ছাড়া রমনায় আর কোনো অনুষ্ঠান নয়। আমরা এখানে আর কোনো অনুষ্ঠানের অনুমতি দেবো না।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘রমনা পার্ক : সৌন্দর্য, উপযোগিতা ও ঐতিহ্য সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশবাদী নাগরিক সমাজ এ সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, পার্কের শতবর্ষী গাছ ও সৌন্দর্য রক্ষার জন্য অপ্রয়োজনীয় ও ফলজ গাছ কেটে ফেলা হবে। এজন্য পরিবেশবাদী ও সংশ্লিষ্ট বিশারদদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা নির্ধারণ করবেন কোন গাছ কাটা হবে, আর কোনটা থাকবে।
লেখক-অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পরিবেশবিদ দ্বিজেন শর্মা, স্থপতি তুগলক আজাদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল মতিন, রমনা পার্ক ওয়াকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এ আর খান।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ইইউডি/আরএম