ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি

ঢাকা: সরকারি কলেজের শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটি কাজ করছে।

শিগগিরই সৃষ্ট জটিলতার সমাধান হবে বলে মনে করে মন্ত্রণালয়। তবে ঠিক কতদিনে সমস্যার সমাধান হবে তার উত্তর জানা নেই সভাপতির।
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এ কথা জানা যায়।
 
সরকারি কলেজের শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি শিক্ষকদের বেতন-গ্রেডের বিষয়ে কাজ করছে। অচিরেই এর সুষ্ঠু সমাধান হবে বলে কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।
 
বৈঠকে শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন বাংলানিউজকে বলেন, উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে কাজ করছে। তবে কবে সমাধান হবে সেটা আমাদের জানা নেই। আমি কমিটির কেউ না, তাই কবে মিটিং হবে, কতদিনে সমাধান হবে তার সময়সীমা আমার জানা নেই।
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে পাঠদান কর্মসূচির জন্য প্রণীত সিলেবাস অনুযায়ী শিক্ষকরা কিভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনা করেন সে বিষয়ে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
 
বিতর্কিত স্থানে চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নির্মাণ করার পেছনে কারা দায়ী- এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বিতর্কিত স্থানে ক্যাম্পাস নির্মাণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এই বিশ্ববিদ্যালয় কিভাবে অনুমোদন পেল? তা জানতে চায় কমিটি। ভিসি নিয়োগসহ ওই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তদন্ত করে প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়।
 
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ও ভর্তি ফি নির্ধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬’ ও ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬’ সম্পর্কে আরও পরীক্ষা করে কমিটির পরবর্তী বৈঠকে রিপোর্ট দেওয়ার সুপারিশ করে কমিটি।
 
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ এবং মোহা. মামুনুর রশিদ অংশ নেন।
 
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।