ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাতৃভাষা চর্চা জাতীর সাফল্য অর্জনের মূল ভিত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
মাতৃভাষা চর্চা জাতীর সাফল্য অর্জনের মূল ভিত্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাতৃভাষা চর্চা যে কোনো জাতীর সাফল্য অর্জনের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিয়াম ভবনে উন্নয়ন সংস্থা রুম টু রিড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



‘মানসম্মত শিক্ষার জন্য চাই মাতৃভাষায় দক্ষতা’ স্লোগানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা।  
 
এ সময় ড. মো. আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরতা অর্জনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাষাবিদ ড. রতন সিদ্দিকী। তিনি একুশে ফেব্রুয়ারির পটভূমি আলোচনা করার পাশাপাশি মানসম্মত শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নাট্যব্যক্তিত্ব সারা জাকের, রুম টু রিড’র কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এফবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।