জাতীয় সংসদ ভবন থেকে: সিআইবি ডাটাবেজে রক্ষিত খেলাপি ক্রেডিট কার্ড হিসাবের ভিত্তিতে দেশের বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ৭শ’ ৬৯ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আব্দুল ওয়াদুদের (রাজশাহী-৫) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান।
অর্থ প্রতিমন্ত্রী জানান, সিআইবি ডাটাবেজে রক্ষিত ডিসেম্বর ২০১৫ পর্যন্ত মাসভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ও তদূর্ধ্ব বকেয়া স্থিতিসম্পন্ন ঋণ হিসাব এবং দশ হাজার টাকা ও তদূর্ধ্ব স্থিতি সম্পন্ন খেলাপি ক্রেডিট কার্ড হিসাবের ভিত্তিতে দেশের বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ৭শ’ ৬৯ কোটি টাকা।
এছাড়াও দেশের তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক বিতরণকৃত কৃষি ও পল্লী ঋণের মধ্যে জানুয়ারি ২০১৬ ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ৫শ’ ১৯ কোটি ২৪ লাখ টাকা।
এস এম আবুল কালাম আজাদের (ঢাকা-১৭) অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ই-টিআইএনধারী করদাতার সংখ্যা ১৮ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের করদাতা ১৭ লাখ ৭৬ হাজার ৪শ ১জন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ের ই-টিআইএনধারীর সংখ্যা ৮৫ হাজার ২৮১ জন।
সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) টেবিলে উত্থাপিত প্রশ্নের অর্থ প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে জানুয়ারি ২০০৯ থেকে ৩০ জুন ২০১৫ তারিখ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে ৬,৬৮১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৫০৫, ৬২৩ দশমিক ২০ কোটি টাকা।
এর মধ্যে আসল বাবদ ৫,৪০৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৪০৯,৬০২ দশমিক ৪০ কোটি টাকা এবং সুদ বাবদ ১,২৭৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৯৬,০২০ দশমিক ৮০ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএম/এমজেএফ
** সংসদে গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন জাসদের এমপি
** পঞ্চায়েতের সুযোগসন্ধানীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
** এশীয় অবকাঠামো উন্নয়নে এআইআইবি বিল পাস
** শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি
** বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২৭ কর্মকর্তা জড়িত