নীলফামারী: বন্ধুর পরীক্ষা নিজে দিতে গিয়ে কারাগারে যেতে হয়েছে মোহাম্মদ রাশেদ নামে (২৬) নীলফামারী সরকারি কলেজের এক ছাত্রকে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলাকালে নীলফামারী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরিদর্শকের কাছে ধরা পড়েন রাশেদ।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন।
দণ্ডপ্রাপ্ত রাশেদ দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের আব্দুস সাদেকের ছেলে ও নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
কেন্দ্র সচিব ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার বাংলানিউজকে জানান, মঙ্গলবার তৃতীয় বর্ষের পরীক্ষায় ইতিহাস বিভাগের পরীক্ষার্থী শাবলু হোসেনের পরিবর্তে রাশেদ অংশ নেন। পরিদর্শকের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে বন্ধুর হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন রাশেদ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জেল-জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, রাশেদকে সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর