নীলফামারী: নীলফামারীতে চাচাতো ভাইকে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মাববুবুল আলম এ আদেশ দেন।
একই মামলায় অপর ৫ আসামির এক বছর করে সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলা দিকশো মোল্লাপাড়া গ্রামের মজাহারুল ইসলামের ছেলে মকছেদুল ইসলাম (৩৫), তার ছোটভাই মোস্তাকিন (৩৩) ও তাদের চাচাতো ভাই এমদাদুল হক (৫৩)।
অপরদিকে এক বছরের সাজাপ্রাপ্তরা হলে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মকছেদুলের বাবা মোজাহারুল ইসলাম (৬৮), তার (মকছেদুল) মা নেছাবী বেগম (৬৩), মকছেদের স্ত্রী অবিতন (৩১), মোস্তাকিনের স্ত্রী লিপি (৩০), অপর ছোটভাই মহসীন আলীর স্ত্রী নমনী (২৫)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে মোস্তাকিন ও এক বছরের সাজাপ্রাপ্ত তার স্ত্রী লিপি এবং মকছেদের স্ত্রী অবিতন পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৮ সালে ১৫ সেপ্টেম্বর খড়ি নিয়ে ঠাট্টা মশকরার এক পর্যায়ে হাতাহাতির ঘটনায় জেলার সৈয়দপুর উপজেলার দিকশো মোল্লাপাড়া গ্রামের চাচাতো ভাই বদিউজ্জামান আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় নিহত বদিউজ্জামানের ছোটভাই সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন ১৬ সেপ্টেম্বর আট জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক মঙ্গলবার ওই আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ