জাতীয় সংসদ ভবন থেকে: পঞ্চায়েতের সুযোগ নিয়ে কিছু লোক অপরাধ জগতের গডফাদার হিসেবে কাজ করছেন। এসব ক্ষমতালোভীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান সরকার দলীয় সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে কেয়া চৌধুরী বলেন, আমাদের প্রাচীনতম প্রথা পঞ্চায়েত প্রথাকে কলুষিত করছে কিছু ক্ষমতালোভী, ভণ্ড গডফাদার। এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এর জন্য রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে।
সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে শিশু হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি বলেন, বাহুবলের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা গোটা জাতির জন্য মানবিক বিপর্যয়ের দুঃখজনক অধ্যায়। যারাই এই ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূল শাস্তি দিতে হবে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে স্কুল পড়ুয়া চার শিশু নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে সুন্দ্রাটিকি গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা লাশ পাওয়া যায়।
ঘটনার পর পরই প্রধানমন্ত্রীর নির্দেশে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ছুটির দিন শুক্রবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান কেয়া চৌধুরী।
তিনি বলেন, বাহুবলের মানুষের বিশ্বাস প্রধানমন্ত্রী যেভাবে সারাদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। ঠিক একইভাবে এই চারটি শিশুকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যেভাবে সিলেটের শিশু রাজন ও খুলনার রাকিব হত্যাকাণ্ডের বিচার হয়েছে, ঠিক সেভাবেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার চাই।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএম/এমজেএফ