ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযানের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
রাজশাহীতে নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযানের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে বাড়ি মালিককে আগাম কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করতে গিয়ে শেষ পর্যন্ত বাধার মুখে বুলডোজার নিয়ে ফিরে যেতে হয়েছে অভিযানে থাকা কর্মকর্তাদের। পরে বাড়ি মালিককে দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মহানগরীর শালবাগান এলাকার বিজিবি ক্যাম্পের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশন পুলিশের সহযোগিতায় মহানগরীর শালবাগান এলাকার বিজিবি ক্যাম্পের অদূরে আবু রুশব মতিনের বাড়ি উচ্ছেদে যায়।

রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্টেট পারভীন সুলতানা। কিন্তু বাড়ি উচ্ছেদের কোনো আগাম নোটিশ হাতে না পাওয়ায় এ সময় বাড়ির মালিক অভিযানে বাধা দেন। এতে ওই বাড়ির মালিককে বাড়ি উচ্ছেদে সময় বেঁধে দিয়ে উচ্ছেদের সীমানা নির্ধারণ করে দেন উচ্ছেদ অভিযানে যাওয়া কর্মকর্তারা।

আবু রুশব মতিন জানান, তার বাড়ির ওপর দিয়ে আশি ফুট চওড়া একটি রাস্তার জন্য জমি অধিগ্রহণ করেছে সরকার। বাড়ির জায়গার মধ্যেই রাস্তার জন্যে ২৮০ ফিটের একটি গোলচত্বর হবে। নকশা অনুযায়ী এ গোল চত্বরটি মতিনের বাড়ির দু’টি ভবনের মধ্যেই পড়েছে।

ফলে বাড়ি অন্য অনেক জায়গা থাকলেও নকশা অনুযায়ী মতিনের দুই তলার দু’টি ভবনই রাস্তার জন্যে ছেড়ে দিতে হবে সরকারকে। প্রায় চার বিঘা এ জমির ক্ষতিপূরণ হিসেবে মতিনকে তিন কোটি ৫৬ লাখ ৫০ হাজার ৪৮৭ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

এছাড়া ভবনের জন্যে আলাদা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু কোনো টাকা পরিশোধ করা হয়নি এবং এ জন্য আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তবে রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভীন সুলতানা জানান, বাড়ির মালিককে ইতোমধ্যে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদে যাওয়া হয়েছিল।

নকশা অনুযায়ী যে জায়গাটি পড়েছে, সেটি উদ্ধারে তারা অভিযানে গিয়েছিলেন। তারপরও মানবিক কারণে বাড়ির মালিককে সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।