যশোর: মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভূক্ত করার চেষ্টার প্রতিবাদে এবং যশোর বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রতিবাদী গণসংগীত ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা সংস্কৃতি রক্ষা সংগ্রাম কমিটি এবং যশোর বিভাগ বাস্তবায়ন আন্দোলন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখে, সমাজসেবক সন্তোষ সাধু, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইমদাদুর রহমান, জেলা এনজিও কো-অর্ডিনেটর আবদুল হালিম, কবি ও সাংবাদিক সাগর জামান, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, সাদ্দাম হোসেন গোর্কি, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু ইমাম বাকের প্রমুখ।
বক্তারা অবিলম্বে মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে বাদ না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। একইসঙ্গে তারা যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর