ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন বগুড়া পৌরসভার মেয়র-কাউন্সিলররা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
দায়িত্ব নিলেন বগুড়া পৌরসভার মেয়র-কাউন্সিলররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া পৌরসভার নবনিবার্চিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলররা পৌরসভায় নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান চলাকালে প্যানেল মেয়র নির্বাচন নিয়ে কিছুটা হট্টগোল হয়।

 
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমানের সভাপতিত্বে পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের এক পর্যায়ে নবনির্বাচিত কাউন্সিলরদের বেশির ভাগ প্রথম দিনেই প্যানেল মেয়র নির্বাচনের জন্য মেয়রের ওপর চাপ সৃষ্টি করেন। এ নিয়ে তাদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে প্রধান অতিথির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
 
অনুষ্ঠানে সৈয়দ সার্জিল আহমেদ টিপু, কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, সামছুদ্দিন শেখ হেলাল, সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, ইব্রাহিম হোসেন, মোস্তাকিম রহমান, আরিফুর রহমান, আব্দুর রহিম, খোরশেদ আলম, রেজাউল করিম রতন, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, মেসবাহুল হামিদ, রুস্তম আলীসহ পৌরসভার সব ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।