ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ২ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সেনবাগে ২ মাদকসেবীর কারাদণ্ড ছবি : প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  আনোয়ারুল হাসান ছিদ্দিক এ আদেশ দেন।



কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাতিয়া গ্রামের ফিরোজের ছেলে সুমন (১৮) ও সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের বীরকোর্ট গ্রামের আবদুল আজিজের ছেলে ইউছুফ (২৮)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, মঙ্গলবার দুপুরে কেশারপাড়া ইউনিয়নের অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সুমন ও ইউছুফকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।