ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন জাসদের এমপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সংসদে গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন জাসদের এমপি

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রখ্যাত কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন জাসদের এমপি নাজমুল হক প্রধান।
 
পঞ্চগড়ের এই সংসদ সদস্য সংসদে সুরে সুরে গেয়ে ওঠেন ভূপেন হাজারিকার বিখ্যাত গান- ‘শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে।

তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে, তুমি জানো না…’।
 
তার এ গান পরিবেশনের সময় নিজ দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়াকার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ উপস্থিত সংসদ সদস্যদের হাসি মুখে টেবিল চাপড়াতে লক্ষ্য করা যায়। এ সময় সভাপতির চেয়ারে বসা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও তার গান মুগ্ধ হয়ে শোনেন।
 
গান শেষে নাজমুল হক প্রধান বলেন, দেশভাগের আগে একটি বিরাট আকাল হয়েছিল। সেই আকালে অসংখ্য লোক না খেয়ে মারা গিয়েছিলেন। আমাদের দেশেরই একজন শিল্পাচার্য জয়নুল আবেদীন একটি শিল্পকর্ম দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিলেন কী পরিমাণ আকাল হয়েছিল। এখনও খরা বন্যা আছে কিন্তু দুর্ভিক্ষ ও আকাল নেই। এখনও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ আছে। কিন্তু সবগুলো মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময় এই দুর্ভিক্ষ নিয়ে যেমন চিত্রকর্ম হয়েছিল। তেমনি সাহিত্য রচনাসহ সিনেমাও হয়েছে।
 
তিনি বলেন, আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাজের কারণে বাংলার মানুষ আজকে সুখে আছে। শুধু মানুষ নয় আমরা গুরু ও পশুকেও ভিটামিন খাওয়াই। এটা স্বর্গে যারা আছেন তারা বুঝছেন এবং গোটা বিশ্বের মানুষ বুঝছেন। কিন্তু বুঝছেন না একজন, তিনি খালেদা জিয়া। এই ভাষার মাসেও তিনি শহীদ মিনারে গিয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। তিনি বাংলাদেশের উন্নতি চোখে দেখেন না। কারণ তার মনটা পড়ে আছে পাকিস্তানে।
 
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাম্প্রতিক ঘটনার অবতারণা করে তিনি বলেন, আজকে বাংলাদেশে ১/১১ কে কেন্দ্র করে একটি বিতর্ক দেখছি। কারণ ডেইলি স্টারের মাহফুজ আনাম দুই বছর পরে দিনি একটি ভুল সংশোধন করার চেষ্টা করেছেন। তাহলে আপনি কী কারণে দুই বছর বসেছিলেন? তাহলে আবার নতুন করে এই ঘটনার মধ্য দিয়ে কি বাংলাদেশে কোনো ষড়যন্ত্র হচ্ছে?
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।