ঢাকা: রাজধানীর শাহআলী থানাধীন মিরপুরের একটি বাসা থেকে সালমা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শাহআলী থানাধীন ব্ল ১/এ, ৪ নম্বর রোডের ২৪ নম্বর বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউকে বলেন, সালমা বাগেরহাটের স্মরণখোলার শাহ আলমের মেয়ে। স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো বলে শুনেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এজেডএস/আরএইচএস/আরএম