জাতীয় সংসদ ভবন থেকে: নিজেদের বক্তব্য শেষে সংসদ অধিবেশনে উপস্থিত না থাকায় এমপিদের প্রতি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল।
তার বক্তব্যে শেষে ডেপুটি স্পিকার বলেন, কিছুদিন ধরেই দেখছি আপনারা নিজেদের বক্তব্যে শেষে চেয়ারে থাকেন না। এরপর অনেক বক্তা থাকেন, আমি তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি না। কেন পারি না সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। এটা দুঃখজনক। আমি আশা করি সংসদকে প্রাণবন্ত করতে সবাই উপস্থিত থাকবেন। এটা আপনাদের দায়িত্ব।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএম/এমজেএফ