ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে চলার অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে চলার অনুরোধ

জাতীয় সংসদ ভবন থেকে: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাস্তায় বের হলেই ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। এ কারণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে যাতায়াতের সময় হেলিকপ্টার ব্যবহারের অনুরোধ জানিয়েছেন জাসদের এমপি মো. নুরুল ইসলাম তালুকদার।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ অনুরোধ জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নুরুল ইসলাম বলেন, পত্রিকায় দেখলাম পুলিশ ১২ জায়গায় ঘুষ দেন, ৫৬ জায়গা থেকে ঘুষ খান। এসব দুর্নীতিবাজ ঘুষখোর পুলিশ কর্মকর্তাদের টুটি চেপে ধরতে হবে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও কঠোর হতে হবে।

দেশের রাস্তা-ঘাট ব্রিজ এরশাদের আমলে করা বলে উল্লেখ করে তিনি বলেন, আজ যত রাস্তা দেখছেন সবই এরশাদ সাহেবের আমলে করা। তার উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন কোনো জেলা-উপজেলা নেই। এরশাদের অনেক কর্মকাণ্ডের কারণেই আজ দেশের এই অবস্থা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএম/এমজেএফ/

** বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণ ৭৪ হাজার কোটি
** সংসদে গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন জাসদের এমপি
** পঞ্চায়েতের সুযোগসন্ধানীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
** এশীয় অবকাঠামো উন্নয়নে এআইআইবি বিল পাস
** শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি
** বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২৭ কর্মকর্তা জড়িত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।