নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিয়া আক্তার ওই গ্রামের পুনু হাজী বাড়ির আব্দুল বাতেন খোকন সওদাগরের মেয়ে। সে স্থানীয় চরবাটা আর জি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
রিয়ার পরিবার সূত্র জানায়, রোববার সকালে রিয়ার মা তাকে বাড়িতে একা রেখে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। দুপুর ১২টার ঘরের বিদ্যুতের সুইচ বন্ধ করতে গিয়ে রিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে রিয়ার চাচা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে রিয়াকে বিদ্যুতের সুইচের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেন।
স্থানীয় পূর্বচরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর