দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে রমানাথ রায় নামে এক পরিদর্শককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এসএসসির গণিত পরীক্ষা চলাকালীন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান এ আদেশ দেয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্তক তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, খানসামা উপজেলার গোয়ালডিহি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলার সময় দায়িত্বরত পরিদর্শক ও রামনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সরকারি নির্দেশ উপেক্ষা করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার রুমে অবস্থান করেন।
এসময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান কেন্দ্র পরিদর্শনে এসে তাকে মোবাইল ফোনসহ হাতেনাতে পেলে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করেন রমানাথ রায়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ