ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় দাখিলের গণিত পরীক্ষায় নকল করতে সহায়তা করায় তিন মাদ্রাসা শিক্ষককে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. কামরুল হুদা মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মালিপুর নিজামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোফাজ্জেল হোসেন, নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার বিএসসি শিক্ষক মো. মাইনুল ইসলাম ও ফুলহরি মাদ্রাসার শিক্ষক নুরুল হক। তাদের ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআই