হিলি (দিনাজপুর): হিলি-দিনাজপুর সড়কের নওপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক পারভেজ হোসেন (১৪) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো দুইজন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত পারভেজ হোসেন উপজেলার নওপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে। স্থানীয় গোহাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহতরা হলেন, একই গ্রামের হারুনের ছেলে রফিকুল ইসলাম (১২) ও হযরতের ছেলে মজিবুল হক (১৪)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হিলি সীমান্তের বাসুদেবপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন নওপাড়া গ্রামের তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে হিলি স্থলবন্দরের দিকে রওয়ানা হয়। কিছু দুর যেতেই বিপরীত দিক থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকলেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে সাইন বোর্ডে স্বজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পারভেজকে ডাক্তার মৃত ঘোষণা করলেও আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বিএস