ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ফতুল্লায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ১৫দিন পর মোহাম্মদ হান্নান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় ভুইগড় ক্যানেলপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



মরদেহের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ফতুল্লার ভুইগড় পশ্চিমপাড়া এলাকার আজিম মিয়ার ছোট ছেলে।
 
নিহত হান্নানের বড় ভাই আব্দুল লতিফ জানান, আমার ছোট ভাই হান্নান মাঝে মধ্যে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এতে কয়েকদিন বাড়িতেও ফিরে না। এবারও ১৫দিন আগে হান্নান বাড়ি থেকে বের হয়। তাই তার কোনো খোঁজ নেইনি। মঙ্গলবার রাতে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে হান্নানের মরদেহ শনাক্ত করেছি।
 
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।