ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত ১ আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত ১ আহত ৩

ঢাকা: রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নার্গিসের ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারী আমজাদ (২৪) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৩ কর্মচারী।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। আহতদের উদ্ধার করে ঢাক‍া মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম।

দোকানের কর্মচারী আল আমিন বাংলানিউজকে বলেন, যারা আগুনে দগ্ধ হয়েছেন তারা সবাই নার্গিসের দোকানের কর্মচারী। আমিও ওই দোকানে কাজ করি। আমি আজ দোকানের মালিক নার্গিসের বাসায় ছিলাম। আগুনের খবর পাওয়া মাত্র দোকানে আসি। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। বাকী তিনজনের চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। আগুনের খবর পেয়ে পলাশী থেকে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।