ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মধ্যরাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টি ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুরুতে দমকা হাওয়া এবং পরে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বৃষ্টিপাত শুরু হয়।

 

আবহাওয়ার পূর্বাবাস অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার দেশের অধিকাংশ স্থানে মাঝারি থেকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছিলো।

শুষ্ক আবহাওয়ার এই মৌসুমে এমন মুষলধারে বৃষ্টি এই প্রথম হলো।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যে, পূবালী লঘুর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণেই বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
 
কৃষি আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব স্থানে এবং রাজশাহী ও রংপুরের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এক্ষেত্রে ২২ থেকে ৪৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এতে আরও উল্লেখ করা হয়েছে, এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা থাকতে পারে। এছাড়া প্রথম দিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
 
বাংলাদেশ আবহাওয়া অফিসের কৃষি আবহাওয়া বিভাগের তথ্যে, বুধ ও বৃহস্পতিবার যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তাতে কৃষির ওপর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে এ বৃষ্টি কিছু ফসলের উপকারে আসবে, আবার এতে কিছু ফসলের ক্ষতি হবে।
 
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএ/বিএস

** বুধ-বৃহস্পতিবার ভারী বৃষ্টি, কৃষিতে ক্ষতির শঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।