ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে শহীদ মিনার ভাংচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
করিমগঞ্জে শহীদ মিনার ভাংচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: ভাষার মাসে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



স্থানীয় ও জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সূত্র জানায়, রাতে একদল দুর্বৃত্ত লোহার ভারী যন্ত্র দিয়ে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করে পালিয়ে যায়। তবে অন্ধকারে দুর্বৃত্তদের চেনা সম্ভব হয়নি।       

রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থল থেকে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির সিদ্দিক বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুরের খবর শুনে মাত্র ঘটনাস্থলে এসেছি। আমরা এ অপরাধের সঠিক বিচার চাই।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ শাহীন বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি।   এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।