পিরোজপুর: পিরোজপুরে সদর উপজেলার উত্তর শিকারপুরে অভিযান চালিয়ে ২শ’ ৫ পিস ইয়াবাসহ হারুন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে আটকের বিষয়টি জানায় র্যাব।
আটক হারুন উত্তর শিকারপুর এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উত্তর শিকারপুর এলাকার জাহানার বেগমের বসত বাড়িতে র্যাব অভিযান চালায়।
এ সময় র্যাববের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হারুন মিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ২শ’ ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস