ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পিরোজপুরে ইয়াবাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে সদর উপজেলার উত্তর শিকারপুরে অভিযান চালিয়ে ২শ’ ৫ পিস ইয়াবাসহ হারুন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে আটকের বিষয়টি জানায় র‌্যাব।



আটক হারুন উত্তর শিকারপুর এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উত্তর শিকারপুর এলাকার জাহানার বেগমের বসত বাড়িতে র‌্যাব অভিযান চাল‍ায়।

এ সময় র‌্যাববের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হারুন মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ২শ’ ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।