ফেনী: ফেনীর পরশুরামে মুক্তিযোদ্ধা আফেন্দী হোসেনের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে সুমন বলেন, কেউ শত্রুতা বসত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ৷
স্থানীয় প্রত্যক্ষদর্শী পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরিফ মজুমদার বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিস সময়মত আসলেও গ্রামের রাস্তায় বড় তাদের গাড়ি ঢুকতে না পারায় আগুন নেভাতে ব্যর্থ হয় ৷ ফলে সব পুড়ে ছাই হয়ে যায় ৷
ক্ষতিগ্রস্থ প্রয়াত মুক্তিযোদ্ধা আফেন্দী হোসেনের ছেলে সুমন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ৷
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন। তিনি বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেন ৷
বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস ।