ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে বজ্রপাতে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মানিকছড়িতে বজ্রপাতে আহত ৫

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বরবিল নামক এলাকায় বজ্রপাতে ৫জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
 
আহতরা হলেন- মৃত মো. জাহাঙ্গীর আলম (৬২), ইউনুছ মিয়া(৪০), জহির মিয়া (৩৭), সুলতান মিয়া (৪৫), মো. মাসুদ মিয়া (৩০)।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মানিকছড়ির বরবিল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে চায়ের দোকানে বসা ছিলেন। এসময় সোলার প্যানেল থেকে বজ্রপাতের ঘটনা ঘটলে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, সবাই আহত হয়েছেন ঠিক তবে তেমন গুরুতর না। এই ঘটনায় আহতরা বেশি আতংকিত হয়ে পরেছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরে যেতে পারবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।