যশোর: যশোর রামকৃষ্ণ মিশন ও আশ্রম পরির্দশন করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি আশ্রম পরিদর্শন এবং অনুষ্ঠানে অংশ নেন।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা বাংলানিউজকে জানান, এয়ার চিফ মার্শাল অরূপ রাহার এটি একটি অফিসিয়াল সফর। এসময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী লিলি রাহা। আশ্রমে প্রবেশ করলে তাদের স্বাগত জানান যশোর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দজি মহারাজ।
পূজা উদযাপন পরিষদের নেতারা আরো বলেন, অরূপ রাহা ও তার স্ত্রীর মাতৃভূমি যশোর জেলায়। ফলে বাংলদেশ সফরে আসায় তিনি শেকড়ের টানে যশোরে আসেন এবং রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন।
ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে স্বাগত জানাতে আশ্রম কর্তৃপক্ষ প্রায় ৩০ মিনিটের একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে অরূপ রাহা ও তার স্ত্রী লিলি রাহা বক্তব্যে বলেন, যশোরে আমাদের দু’জনেরই পৈত্রিক ভিটা, যে কারণে সরকারি সফরে এসেও যশোর ভ্রমনে এসেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন কুমার ভট্টাচার্য, তার সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য, নড়াইল জেলা পরিষদের প্রশাসক সুবাস ঘোষ, বিএএফ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি যশোরের এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল আলম, তার সহধর্মিনী, ভারতীয় দুতাবাসের ডিফেন্স এ্যাটাচি ব্রিগেডিয়ার জেএস নন্দা ও তার সহধর্মিনী, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দজি মহারাজ, স্বামী সদবিদ্যানন্দ মহারাজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা ও বিএএফ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি যশোরের এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল আলম রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠান চলাকালে যশোর রামকৃষ্ণ আশ্রম এলাকা ও সার্কিট হাউস এলাকায় ৠাব-পুলিশের টহল জোরদার করা হয়।
এরআগে, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন বিমান বাহিনী প্রধানকে।
বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস
** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ