চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য রাখা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা খালিদের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বত্তরা। ভাংচুর করা হয় তার বাড়িসহ তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান।
এর কিছুক্ষণ পরই দু,পক্ষ দফায় দফায় সশস্ত্র মহড়া ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় ৮টি বোমার বিস্ফোরণসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। আগুন দেওয়া হয় একটি বাড়িতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতগাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় এক প্লাটুন বিজিবি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগের দু,গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস