বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নাভরণ বাজার থেকে চোরাই পথে আসা ২৮ হাজার ৪১৬ কেজি ভারতীয় ফল ভর্তি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ২৬ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব ফল জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, যশোর ট- ১১-৩১৮৭ ট্রাকে করে চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় ফলের একটি চালান নিয়ে যশোরে দিকে যাচ্ছে। এসময় বিজিবি অভিযান চালালে চোরাচালানীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ওই ট্রাক থেকে ২৮ হাজার ৪১৬ কেজি বিভিন্ন প্রকারের ফল পাওয়া যায়। এসব ফলের মধ্যে রয়েছে আঙ্গুর, কমলা ও আনার। যার আনুমানিক বাজার মুল্য ৯৫ লাখ ২৮ হাজার ৩০৫ টাকা।
২৬ বিজিবির লে. কর্নেল এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটানার সত্যাত নিশ্চিত করেছেন। আটক মাল পরবর্তীতে কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে বলে তিনি জানান
বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বিএস