ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মুষলধারে বজ্রবৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
খুলনায় মুষলধারে বজ্রবৃষ্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় কয়েক ঘণ্টা ধরে দমকা হাওয়া ও মুষলধারে বজ্রবৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাত থেকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়।

 

আবহাওয়ার পূর্বাভাসে, বুধ (২৪ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ দমকা বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছিলো।

হঠাৎ ঝোড়ো হাওয়াসহ এ বৃষ্টিতে নগরীতে কিছুটা শীত ফিরে এসেছে। ভ্যাপসা গরমের পর এ বৃষ্টিধারা নাগরিক জীবনে বুলিয়ে দিয়েছে শীতল পরশ। তবে ভোরের বৃষ্টি কিছুটা দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে পথচারীদের কাছে। শহরের অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

এ বৃষ্টির ফলে কৃষির ওপর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে কিছু ফসলের উপকারে আসবে, আবার কিছু ফসলের ক্ষতি হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিইএ) মহাপরিচালক ও কৃষিবিদ মো. হামিদুর রহমান বাংলানিউজকে বলেন, এই সময়ে বৃষ্টি একেবারেই আশির্বাদ নয়। ভারী বৃষ্টিপাত হলে কিছু ফসলের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা আমিরুল আজাদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত খুলনায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ছিলো বজ্রসহ বৃষ্টি। সাধারণত এই মৌসুমে এমন বৃষ্টি কালবৈশাখীর আভাস।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।