পটুয়াখালি: পটুয়াখালির কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নে মন্নান গাজী (৪০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পূর্ব-আলীপুর কোল্ডস্টোর সংলগ্ন সড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মন্নান গাজী লতাচাপলী ইউনিয়নে মাইটভাঙা গ্রামের বাসিন্দা ও স্থানীয় আলিপুর বাজারের একজন পেট্রোল ব্যবসায়ী।
মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ব্যবসায়ী মন্নান গাজীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে কখন এ ঘটনা ঘটেছে সেবিষয়ে এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ