ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বরিশালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

বরিশাল: বরিশাল নগরীর কাশিপুরে দুটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাশিপুরের সুরভী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



যাত্রীবাহী লোকাল বাস দুটির মধ্যে স্মৃতি নামে পরিবহনটি বরিশাল থেকে স্বরুপকাঠী ও আজমী নামে পরিবহনটি ভুরঘাটা থেকে বরিশালের উদ্দেশে আসছিলো।

আহতদের মধ্যে জগদীশ, বাবুল, লিটন, রেজাউল, ফিরোজ, গৌরাঙ্গ, ঝুমুর, জয়নাল মোল্লা, আব্দুর রবসহ ১০ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।