নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সালেহ নগর এলাকার ভিক্টোরিয়া হাসপাতাল থেকে সাদিয়া (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মা রুমা বাংলানিউজকে জানান, একমাস আগে স্থানীয় কালু মিয়ার ছেলে শফিক তার মেয়েকে জোর করে বিয়ে করেন। এরপর থেকে শফিক বিভিন্ন সময় তার কাছে অর্থ দাবি করতে থাকেন। এক পর্যায়ে শফিককে নগদ ৭০ হাজার টাকা ও একটি দামি মোবাইল দেওয়া হয়। মঙ্গলবারও শফিকের মা তাদের কাছ থেকে সর্বশেষ পাঁচ হাজার টাকা দাবি করেন।
রুমা আরও জানান, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে সাদিয়ার খালাকে ফোন দিয়ে শফিক জানান, সাদিয়ার পেটে ব্যথা, তাই তাকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সাদিয়ার খালাসহ অন্যরা হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।
পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করে ভিক্টোরিয়া হাসপাতালে তার মরদেহ শফিক ও তার পরিবারের লোকজন ফেলে রেখে গেছে বলেও অভিযোগ করে সাদিয়ার পরিবার।
হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে জানান, নিহত সাদিয়ার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএইচএস/টিআই