ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৭ দফা দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
৭ দফা দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের মানববন্ধন ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিটার ছাড়া সিএনজি অটোরিকশা রাস্তায় চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর সিএনজি অটোরিকশা চালকেরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার ইউনিয়ন (সিএনজি) এ মানববন্ধনের আয়োজন করে।



দাবিগুলো হলো- কথায় কথায় গাড়ি রেকারিং বা ডাম্পিং করা যাবে না,  অবিলম্বে চালকদের জেল থেকে মুক্তি দিতে হবে, চালকদের মধ্যে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা নিঃশর্তভাবে বিতরণ করতে হবে, জমার বিষয়ে পুনরায় বিবেচনা করা, মিটার ছাড়া সিএনজি রাস্তায় চলাচল বন্ধ করা ও সিএনজির ইকোনোমিক লাইফ বাড়িয়ে ৬শ টাকা জমা করা।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি রফিকুল ইমলাম রফিক বলেন, ট্রাফিক আইন ভেঙে সার্জেন্ট পুলিশ মনগড়া রেকারিং ও ডাম্পিং করছেন। কথায় কথায় চালকদের জেলে দেওয়া হচ্ছে। এসব অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি। অন্যদিকে নারায়ণগঞ্জ গাজীপুর থেকে ভাড়ায়চালিত সিএনজি অটোরিকশা রাজধানীতে দেখা যাচ্ছে। এসবও বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ইউএম/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।