ঢাকা: ২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে যুদ্ধাপরাধের বিচার বানচালে আমেরিকায় লবিস্ট নিয়োগের অভিযোগে মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলা হয়নি কেন তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রতি এমন প্রশ্ন করেন তিনি।
আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, লবিস্ট নিয়োগ সংক্রান্ত একটি কাগজ আমি আদালতে উপস্থাপন করেছি। এরপর আদালত বলেছেন-অভিযোগ এলে মামলা করেননি কেন? আমি জবাবে বলেছি- এ বিষয়টি আমি দুদকের নোটিশে (দুদককে অবহিত) আনবো।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ইএস/এএসআর