লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালে ব্র্যাকে’র একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনারে বিরিয়ানী খেয়ে লিটন নামে একব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
একই ঘটনায় ৫ চিকিৎসকসহ ৭জন অসুস্থ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার পর থেকে অসুস্থরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন।
মৃত লিটন লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগরের বাসিন্দা ও লক্ষ্মীপুর উপশম হাসপাতালের আয়া ফারুল বেগমের স্বামী।
আয়া পারুল বেগম বাংলানিউজকে জানান, ওই সেমিনার থেকে পাওয়া একটি বিরিয়ানীর প্যাকেট একজন ডাক্তার আয়া পারুল বেগমকে দেয়। পারুল বিরিয়ানীর প্যাকেট বাড়ি নিয়ে স্বামীকে খাওয়ান। এরপর রাতে লিটন ডাইরিয়াসহ বমি করতে শুরু করে। এক পর্যায়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাছেত মাহমুদ মৃত্যু বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
এর আগে দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হল রুমে সেমিনার শেষে খাবার বিরিয়ানী খাওয়ার পর তারা অসুস্থ হতে থাকেন। প্রথমে তারা বাসায় প্রাথমিক চিকিৎসা নিলেও পরে তাদের হাসপাতালে যেতে হয়েছে।
অসুস্থ্য চিকিৎসকরা হলেন ডা. ওমর ফারুক, ডা. চিন্ময় সাহা, ডা. বনি আদম, ডা. ইকবাল হোসেনসহ ৫জন।
এছাড়া ডা. রহমান খালিদের স্ত্রীসহ আরও তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নামপরিচয় জানা সম্ভব হয়নি।
এদের মধ্যে ডা. ওমর ফারুকসহ তিনজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও বাসায় চিকিৎসা নিচ্ছিন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বর চিকিৎসক ডা. জয়নাল আবেদিন জানান, দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সেমিনার কক্ষে ব্র্যাক স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে লক্ষ্মীপুর শহরের নাছির বিরিয়ানী হাউস থেকে বিরিয়ানী এনে আপ্যায়ন করানো হয়। এরপর থেকে অনেকেই ডাইরিয়া ও পরে বমি করতে থাকেন। এদের মধ্যে ৫জন চিকিৎসকসহ ৭জন সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকের চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ