বগুড়া: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাটার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৯টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শো-রুমটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের সহকারী পরিচালক ইউনুছ আলী বাংলানিউজকে জানান, আগুন স্টোর রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/টিআই