ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই মাদকব্যবসায়ী আটক

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বগুড়ায় দুই মাদকব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় আলাদা অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- পৌর শহরের শান্তিনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে হাবিল খন্দকার (৩০) ও শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের মৃত জামাত আলীর ছেলে আরব আলী (২৬)।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ‍প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।