ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বজ্রসহ বৃষ্টিতে বরিশালে বিভিন্ন স্থানে ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বজ্রসহ বৃষ্টিতে বরিশালে বিভিন্ন স্থানে ক্ষতি

বরিশাল: টানা চার ঘণ্টা বৃষ্টিতে বরিশালের বিভিন্ন এলাকায় বেশ কিছু গাছ-পালা উপড়ে গেছে এবং একটি মসজিদের পিলার ভেঙে ক্ষতি সাধন হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কখনো মুষলধারে আবার কখনো হালকাভাবে এ বজ্রসহ বৃষ্টিপাত হয়।

একইসঙ্গে ঝড়ো হাওয়াও বয়ে যায়।

এতে বরিশালের পলাশপুর, ভাটিখানা, কাউনিয়া, রুপাতলীসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু গাছ-পালা উপড়ে গেছে। ভাটিখানা এলাকার চন্দ্রপাড়ায় একটি জামে মসজিদের পিলার ভেঙে গিয়ে বেশ ক্ষতি সাধন হয়েছে। এছাড়াও নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পাশাপাশি বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে বার্ষিক মাহফিলের প্যান্ডেলের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ কারণে অনেক মুসল্লি ফিরে গেছেন, তবে মাহফিল বন্ধ হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বরিশাল জেলা শাখা ইসলামী আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. কাওসারুল ইসলাম।

অপরদিকে মৌসুমের প্রথম বৃষ্টিপাতের কারণে সকালে অফিস আদালত ও স্কুল কলেজগামী সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। নগরীর সড়কগুলোর ছোট-খাটো গর্তে পানি জমে গেছে। তবে নগর জীবনে শীতল বাতাস ও বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে বলে জানালেন ডা. আবিদ হোসেন।

তিনি বলেন, কয়েকদিন বেশ গরম পড়ছিলো। এসময় হঠাৎ বৃষ্টি শীতলতা এনে দিয়েছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে বজ্রপাত ভিন্নতা এনে দিয়েছে বলেও জানান তিনি।

এদিকে আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. ইউসুফ বাংলানিউজকে জানান, ভোর সোয়া ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। শুরুতে হালকা বৃষ্টি হলেও সকাল ৬টার পরে মুষলধারে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর সঙ্গে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়াও অব্যাহত ছিলো।

বরিশালে ১৪.৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।