সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আসমা বেগম (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া উদ্দেশে রাস্তার পাশে অপেক্ষা করছিলো আসমা। এ সময় আকস্মিকভাবে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত আসমা সিলেট পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম আলতাফ হোসেন। তিনি চতুর্থ শ্রেণির সরকারী কর্মচারী হিসেবে ওই এলাকায় কর্মরত।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট পুলিশ লাইনে হেফাজতে রেখেছে।
নিহত আসমার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাতবাজ দুদাল এলাকায়।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
টিআই